আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার বড়গাংনী গ্রামের মুক্তার মোড়পাড়ার দু’সন্তানের জনক হামিদের বিরুদ্ধে একই মহল্লার দুসন্তানের জননীর ঘরে ঢুকে আপত্তিকর কাজ করেছে বলে অভিযোগ উঠেছে। দু’সন্তানের জননীর শাশুড়ি এ অভিযোগ তুলে বলেছে, গত সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। দেখে ফেললে পরবর্তীতে টাকার লোভ দেখিয়ে বিষয়টি গোপন রাখার জন্য বলে। তাতে রাজি না হলে হামিদ উল্টো হুমকি দিতে শুরু করেছে। তবে দু’সন্তানের জননী লজ্জায় মুখ খুলছে না। ধর্ষণ নাকি ওন্য কিছু তাও স্পষ্ট নয়।