আমঝুপি প্রতিনিধি: মেহেরপুরের ইসলামনগরে তিন বছরের শিশু মরিয়ম বিষপানে গুরুত্বর অসুস্থ হয়ে পড়েছে। তাকে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে অবস্থা গুরুত্বর হওয়ায় রাজশাহী মেডিকেল হাসপাতালে রেফার করা হয়েছে। শিশু মরিয়মের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের ইসলামনগরের নুরুল ইসলামের তিন বছরের শিশু কন্যা মরিয়ম খাতুন পরিবারের সদস্যদের অজান্তে বিষপান করে। গতকাল বুধবার বিকেলে বাড়ির পাশে খেলতে গিয়ে কুড়িয়ে পাওয়া বিষের বোতল খুলে খেয়ে গুরুত্বর অসুস্থ হয় মরিয়ম। পরিবারের সদস্যরা টের পেয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেন। সেখানে শিশু মরিয়মের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। গতকাল বুধবার সন্ধ্যায় রাজশাহীর উদ্দেশে নেয়া হয়েছে শিশু মরিয়মকে।