জীবননগর ব্যুরো: গতকাল শনিবার রাতে জীবননগর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিমিয় করেছেন চুয়াডাঙ্গা-২ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী বর্তমান সংসদ সদস্য আলী আজগার টগর। উপজেলা আওয়ামী লীগ সভাপতি জীবননগর উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তূজার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সকল প্রকার ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়িয়ে নৌকা প্রতীকের দলীয় প্রার্থী বর্তমান সংসদ সদস্য আলী আজগার টগরের বিজয় নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
মতবিনিময়সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক উথলী ইউপি চেয়ারম্যান শরীফউদ্দিন, যুগ্মসাধারণ সম্পাদক উপাধ্যক্ষ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের প্রধান, জাহাঙ্গীর আলম, আলী আহাম্মদ, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগ যুগ্মসাধারণ সম্পাদক জাকারিয়া আলম, জীবননগর পৌর আওয়ামী লীগ সভাপতি আবু মো. আ. লতিফ অমল, সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন, যুগ্মসাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দিন, উপজেলা মহিলালীগ সভানেত্রী আয়েশা সুলতানা লাকি, সাধারণ সম্পাদিকা রিজিয়া খাতুন, উপজেলা যুবলীগ আহ্বায়ক উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ, যুগ্মআহ্বায়ক শামীম ফেরদৌস, ছাত্রলীগ সভাপতি সোয়েব আহমেদ অঞ্জন, সাধারণ সম্পাদক ওয়াসিম রাজা, শামীম সরোয়ার প্রমুখ।
উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক আব্দুস সালাম ইশার পরিচালনায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সেকেন্দার আলী, আব্দুল হান্নান, মান্দার আলী, রবিউল ইসলাম, সহিদুল ইসলাম, শিপলু, ছোট বাবু, রফিকুল ইসলাম পচা, পৌর কাউন্সিলর শেখ জয়নাল আবেদীন, কাউন্সিলর রফিকুল ইসলাম, নান্নু, খোদা বকস মিয়া, আবুল কাশেম, টিক্কা, মজিবর রহমান, খোন্দকার আলী আযম প্রমুখ।