স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা যুবদলের একাংশের আহ্বায়ক খালিদ মাহমুদ মিল্টনকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাত ১২টার দিকে পলাশপাড়াস্থ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। খালিদ মাহমুদ মিল্টন চুয়াডাঙ্গা শহরের পলাশপাড়ার খালিদ মাসুদ মাস্টারের ছেলে।
পুলিশ জানিয়েছে, নাশকতায় মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল খালিদ মাহমুদ মিল্টনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। আজ মিল্টনকে আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, একই অংশের সদস্য সচিব সাইফুর রশিদ ঝন্টু ঢাকায় সম্প্রতি গ্রেফতার হয়েছেন।