মাথাভাঙ্গা মনিটর: মালদ্বীপে প্রধান বিচারপতি আব্দুল্লাহ সাইদ এবং সাবেক প্রেসিডেন্ট গাইয়ুমকে আটক করেছে সরকার। প্রধান বিচারপতির সঙ্গে আরও এক সিনিয়র বিচারপতিকেও আটক করা হয়েছে। এর আগে প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন দেশে জরুরি অবস্থা জারি করেন। দেশটির সাবেক প্রেসিডেন্ট নাশিদ কামাল ভারত এবং যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ করার আহবান জানিয়েছেন। প্রেসিডেন্ট ইয়ামিন বিচারপতিদের বিরুদ্ধে বিচার বিভাগীয় অভ্যুত্থান ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন। গত
সোমবার জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট ইয়ামিন। এর কিছুক্ষণ পরই নিরাপত্তা বাহিনী সুপ্রিম কোর্টে অভিযান চালায়। সেখান থেকে প্রধান বিচারপতি আব্দুল্লাহ সাইদ এবং বিচারপতি আলী হামিদকে আটক করা হয়। বাকি তিন বিচারপতিকে আটক করা হয়নি। আটককৃত বিচারপতিদের কোথায় রাখা হয়েছে সেই বিষয়ে কিছু জানা যায়নি। গতকাল মঙ্গলবার সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুমকেও আটক করা হয়। গাইয়ুম প্রেসিডেন্ট ইয়ামিনের সৎ ভাই। তিনি বিরোধীদের সমর্থন করছিলেন। পুলিশ সাবেক প্রতিরক্ষামন্ত্রী মোহামেদ নাজিমকেও আটক করেছে। তিনি বহুদিন ধরে গৃহবন্দি ছিলেন। অস্ত্র পাচারের অভিযোগে ২০১৫ সালে আদালত নাজিমকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছিলো।