স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা পরিবেশক সমিতি ২০১৮-২০২০ দ্বি-বার্ষিক কার্যকরি পরিষদ গঠনের লক্ষ্যে এক নির্বাচনী মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা পরিবেশক সমিতির এডহক কমিটির আহ্বায়ক চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ইয়াকুব হোসেন মালিক।
সভায় হাজি শাহাবুদ্দীন মল্লিককে সভাপতি ও হাজি মাসুদুর রহমান (মাসুদ) কে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট ২০১৮-২০২০ দ্বি-বার্ষিক পরিষদের কার্যকরি কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি তহিবুর রহমান জোয়ার্দ্দার বাবু, হাজি রুহুল আমীন, সাধারণ সম্পাদক হাজি মাসুদুর রহমান (মাসুদ), যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মাহবুব আলম (রিংকু), যুগ্ম সাধারণ সম্পাদক হাজি সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক আশরাফুর রহমান জোয়ার্দ্দার (মিলন), সহসাংগঠনিক সম্পাদক আশরাফুর রহমান জোয়ার্দ্দার (মিলন), প্রচার সম্পাদক শামীম রেজা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বিকাশ কুমার আগরওয়ালা, অর্থ সম্পাদক শামীম রেজা, ধর্মীয় সম্পাদক হাজি শামসুল আলম (বাবু), দফতর সম্পাদক রোকন উদ্দিন মিলো, নির্বাহী সদস্য হাজি সালাউদ্দিন চান্নু ও পলাশ কুমার সাহা। এসময় আরও উপস্থিত ছিলেন নির্বাচনী আহ্বায়ক কমিটির সদস্য আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন, সভাপতি চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতি, সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি শাহারিন হক মালিক ও সহসভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জ, জেলা পরিবেশক সমিতির সাবেক সভাপতি সালাউদ্দিন চান্নু, হাজি শাহাবুদ্দীন মল্লিক, হাজি মাসুদুর রহমান মাসুদ ও হাজি মাহবুব আলম রিংকু। সভায় উপরোক্ত কমিটি সর্বসম্মতভাবে গৃহীত ও অনুমোদিত হয়।