চুয়াডাঙ্গার হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠনে সদর সহকারী পুলিশ সুপার আহসান হাবীব
বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের নবীনবরণ গতকাল মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইফুল আজম মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর সহকারী পুলিশ সুপার আহসান হাবীব (পিপিএম)। এ সময় তিনি বলেন, আজকের নবীন আগামী দিনের জাতির ভবিষ্যত। তাই শিশুদেরকে সেভাবে গড়ে তুলতে হবে। শুধু এক ঘেয়েমি লেখাপড়ার টেবিলে না রেখে সাংস্কৃতিক চর্চা এবং খেলাধুলায় পারদর্শী করে গড়ে তুলতে হবে। শুধু যে লেখাপড়া শিখে খ্যাতি অর্জন করা যায় তা নয়। চাকুরি, কবি, সাহিত্যিক, দার্শনিকের পাশাপাশি শিল্পি, অভিনেতা অথবা ভালো খেলোয়াড় হয়েও খ্যাতি অর্জন করা যায়। আর এসব প্রতিভাবান গড়ে উঠবে আজকের এ নবীনদের মধ্য থেকেই। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেগমপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দার, বেগমপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মোবারক হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন স্বপন, সহ প্রধান শিক্ষক আলী হোসেন, শংঙ্করচন্দ্র ইউপি সচিব ফয়জুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বেগমপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহীন আহম্মেদ, সদস্য মিল্টন বিশ্বাস, নিয়ামত আলী, মিঠু মিয়া, আনোয়ার হোসেন, রুমানা পারভীন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র শিক্ষক শফিকুল ইসলাম। অনুষ্ঠানের মধ্যে ছিলো অতিথিদের ফুল দিয়ে বরণ, নবীনদের হাতে ফুল, অভিনন্দন পত্র এবং ফুল ছিটিয়ে বরণ। বক্তব্য শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ করে বিনোদন প্রদর্শন করেন।