বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর বেগমপুর ক্যাম্প পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে পুলিশের কথিত সোর্স পরিচয়দানকারী দর্শনা বাসস্ট্যা-পাড়ার মনিরকে ইয়াবাসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মনিরের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক থানায় সোপর্দ করেছে পুলিশ। চুয়াডাঙ্গা সদর বেগমপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই রবিউল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মাদকবিরোধী অভিযান চালান আকন্দবাড়িয়া গ্রামের তমালতলায়। এসময় পুলিশ হাফিজুলের দোকানের সামনে থেকে গ্রেফতার করেন দর্শনা পৌর এলাকার বাসস্ট্যা-পাড়ার লিয়াকত জোয়ার্দ্দারের ছেলে কথিত পুলিশের সোর্স পরিচয়দানকারী মনির হোসেনকে (৪০)। পুলিশ মনিরের দেহ তল্লাশি করে উদ্ধার করে ৭পিস ইয়াবা ট্যাবলেট। পুলিশে বলেছে, মনির পুলিশের সোর্স পরিচয় দিয়ে মাদকের ব্যবসা করে আসছিলো। আজ সে হাতেনাতে ধরা পড়েছে। গ্রেফতারকৃত মনিরের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করেছে পুলিশ।