আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামি ইউনিয়ন জামায়াতের ৫ সদস্যকে গ্রেফতার করেছে। গত রাতে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ইউনিয়ন জামায়াত ইসলামের সদস্য উপজেলার বড়বোয়ালিয়া গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে আব্দুর রাজ্জাক, কুমারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে গিয়াস উদ্দিন, পাইকপাড়া গ্রামের মৃত আনসার আলীর ছেলে সাইফুল ইসলাম, পাইকপাড়া গ্রামের মৃত আজিবর রহমানের ছেলে মানোয়ার হোসেন ও চিলাভাল্কি গ্রামের খন্দকার আব্দুস সামাদের ছেলে খন্দকার আব্দুল আহাদ। গত রাতে তাদেরকে নাশকতা মামলায় গ্রেফতার করা হয়। গতকালই তাদেরকে নাশকতা মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।