মাথাভাঙ্গা মনিটর: তরুণ লেগ-স্পিনার রশীদ খানের তিন উইকেট আর মোহাম্মদ নবীর ঝড়ো গতির ৪০ রানের সুবাদে শারজাহতে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৫ উইকেটে উড়িয়ে দিয়েছে আফগানিস্তান। গত মাসেই ভারতীয় প্রিমিয়ার লিগের নিলামে রশীদ খানকে ১.৪১ মিলিয়ন মার্কিন ডলারে কিনে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। তরুণ এই লেগ স্পিনার নির্ধারিত ৪ ওভারে মাত্র ১৯ রানে তিন উইকেট তুলে নিলে জিম্বাবুয়ের ইনিংস ৯ উইকেটে ১২০ রানে থেমে যায়। জিম্বাবুয়ের হয়ে ওপেনিং ব্যাটসম্যান সলোমোন মায়ার সর্বোচ্চ ৩৪ রান করেছেন। জবাবে উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদের ১১ বলে দুই ওভার বাউন্ডারির সহায়তা ২০ রানে আফগানিস্তান ভাল একটি সূচনা পায়। আগামী জুনে ভারতের বিপক্ষে ইতিহাসে প্রথমবারের মত টেস্ট খেলতে মুখিয়ে থাকা আফগানিস্তানের জন্য এই জয় দারুণ এক আত্মবিশ্বাস যোগাবে। যদিও মিডল অর্ডারে দ্রুত কিছু উইকেট হারিয়ে আফগানিস্তানের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৮৫। কিন্তু নবীর ব্যাটে পাঁচ ওভারেরও বেশি বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানরা। ২৭ বলে ৪টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারির সহায়তায় ম্যাচ সেরা নবী ৪০ রান সংগ্রহ করে অপরাজিত ছিলেন। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচটি আজ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। আগামী ৯ ফেব্রুয়ারি থেকে দুই দলের মধ্যে শুরু হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।