পাঁচমাইল প্রতিনিধি: চুয়াডাঙ্গা সরোজগঞ্জ শিশু নিকেতন বিদ্যাপীঠে ২দিনব্যাপী বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে সরোজগঞ্জ শিশু নিকেতন বিদ্যাপীঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের সভাপতি ডা. ইদ্রিস ম-লের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রতিষ্ঠাতা নূরজাহান রহমান। বিশেষ অতিথি ছিলেন সাবেক প্রধান শিক্ষক শওকত আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস পারভীন, ইয়াসমিন খাতুন, নাছরিন খাতুন, দিলরুবা পারভীন, আরও বিশেষ অতিথি ছিলেন মোস্তাফিজুর রহমান মিন্টু, আব্দুস সবুর বিশ্বাস, হারুন অর রশিদ, শেখ রতন, মিজানুর রহমান, এমএস জেড আলম, ফজলুর রহমান, বিদ্যালয়ের শিক্ষক আলমগীর হোসেন, জিয়াউর রহমান, ইশিতা খাতুন, মুক্তি খাতুন, তন্দ্রা খাতুন, লাখী খাতুন। অনুষ্ঠানটি পরিচালনা করেন আজমীন নাহার ও আলমগীর হোসেন।