দামুড়হুদার কার্পাসডাঙ্গা মাছ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা মাছ বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে এ অভিযান পরিচালিত হয়। এসময় এক মাছ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রায় ১৪ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।
উপজেলা মৎস্য পরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মাছ বাজারে গতকাল মঙ্গলবার সকাল ১১টায় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় বাজারে মাছ ব্যবসায়ী আসাদুল জাটকা ইলিশ বিক্রি করছিলো। এমন অপরাধে ১৯৫০ সনের ৪ ধারায় মাছ ব্যবসায়ী আসাদুলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। তারা ভবিষ্যতে জাটকা বিক্রি না করার অঙ্গীকার করেন ভ্রাম্যমাণ আদালতের কাছে। একই সাথে প্রায় ১৪ কেজি জাটকা ইলিশ মাছ জব্দ করা হয়। জাটকা মাছগুলো স্থানীয় এতিম মাদরাসায় বিতরণ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আয়ূব আলী, উপজেলা মৎস্যচাষ পরিদর্শক আব্দুর রাজ্জাক ও কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের এএসআই আবুল কাশেম প্রমুখ।