স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, অনেক জল্পনা কল্পনায় ও আলোচনা সমালোচনার আবসান ঘটিয়ে সবার সম্মতিক্রমে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ফজলুর রহমান ফজেরকে সভাপতি, ছানাউল্লা ছানাকে সাধারণ সম্পদক, সেলিম রেজাকে যুগ্মসম্পাদক ও বকুলকে সাংগঠনিক সম্পাদক করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি গোলাম ফারুক জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবির, আহ্বায়ক চুয়াডাঙ্গা সদর থানা কৃষকলীগ আব্দুল মতিন দুদু, যুগ্মআহ্বায়ক সাজ্জাদুর রহমান ঝন্টু, আবু সাইদ ও ইলতুত হোসেন আলো প্রমুখ।
চুয়াডাঙ্গা সদর থানার আহ্বায়ক আব্দুল মতিন দুদু, যুগ্মআহ্বায়ক সাজ্জাদুর রহমান ঝন্টু কর্তৃক অনুমোদিত তিতুদহ ইউপি শাখার কৃষলীগের ৬১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদিত হয়।