গাংনী প্রতিনিধি: গাংনী থানা তাঁতী লীগের আয়োজনে উপজেলার ধানখোলা ইউনিয়ন তাঁতী লীগের ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করা হয়েছে। কমিটিতে শমসের আলীকে আহ্বায়ক এবং শুকুর আলীকে যুগ্মআহ্বায়ক করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় এ উপলক্ষে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর শহর যুবলীগের যুগ্ম সম্পাদক শহিদুজ্জামান সুইট, গাংনী উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর থানা তাঁতী লীগের সভাপতি সোহেল আহমেদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর থানা তাঁতী লীগের সহসভাপতি নাদিম রাজিব, সাধারণ সম্পাদক এসএম রাসেল, সাংগঠনিক সম্পাদক রায়হান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমান, সদর থানা তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক রুবেল, গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, ধানখোলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওবাইদুল্লাহ প্রমুখ।