স্টাফ রিপোর্টার: দামুড়হুদা বিষ্ণপুর উত্তরপাড়ায় শরীকি জমি নিয়ে বিরোধের জের ধরে মারামারিতে মা ও মেয়েসহ আহত হয়েছেন ৩ জন। আহত ৩ জনকেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন, শাহাদত আলীর স্ত্রী শিউলী খাতুন, মেয়ে ছন্দা ও অপর পক্ষের রিপনের পিতা নিজাম ম-ল। চাচাতো ভাইদের মধ্যে শরীকি জমিতে খোকন ঘর নির্মাণের উদ্যোগ নেন। শাহাদতসহ অন্যরা জমি ঠিক মতো বণ্ঠন করে ঘর তুলতে বলে। এ নিয়ে গতকাল সোমবার সন্ধ্যায় গালিগালাজও করে শাহাদত। একপর্যায়ে নিজাম ম-লের ছেলে রিপন ছুটে এসে মারতে শুরু করে। বাধে সংঘর্ষ। আহত হয় শাহাদতের স্ত্রী ও কন্যা। অপরদিকে রিপনের পিতাও আহত হন। ৩ জনকেই উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।