স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৩ মাদককারবারিকে গ্রেফতার করেছে। গতকাল সোমবার চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়া ও জীবননগরে গোয়ালপাড়া বাজার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, জেলা গোয়েন্দা পুলিশ এসআই আশরাফুল ইসলামের নেতৃত্বে সকালে জীবননগর গোয়ালপাড়া বাজারে অভিযান চালিয়ে ইয়াবা ও ফেনসিডিলসহ দুজনকে গ্রেফতার করেন। গয়েশপুরের আব্দুল মালেকের ছেলে আকসাদুল ইসলামকে ৮০ পিস ইয়াবা ও মেদেনিপুরের সুলতানের ছেলে আনন্দকে ৯ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেন। অপরদিকে চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়ার মাদকব্যবসায়ী ই¯্রাফিলকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গা দর্শনা আকন্দবাড়িয়ার মৃত দুখু ম-লের ছেলে ই¯্রাফিল হোসেন। সে এলাকার চিহ্নিত মাদকব্যবসায়ী। গতকাল সোমাবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মুহিত সঙ্গীয় ফোর্স নিয়ে আকন্দবাড়িয়া এলাকায় অভিযান চালায়। এসময় মাদকব্যবসায়ী ই¯্রাফিলকে গ্রেফতার করে। একই সাথে ৩০ পিস ইয়াবা উদ্ধার করে।