দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার গোবিন্দপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে রাতের আঁধারে তিন বিঘা জমির ভূট্টাগাছ কেটে সাবাড় করে দিয়েছে প্রতিপক্ষ। এতে তার প্রায় দুলক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসার কৃপাংশু শেখর বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। এ বিষয়ে ক্ষতিগ্রস্থ চাষি সালেক মোল্লা ৬ জনকে আসামী করে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন।
জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদার হাউলী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মাঠপাড়ার মৃত গোলাম মোল্লার ছেলে সালেক মোল্লা দু মাস আগে গ্রামের মোল্লার ছড়া মাঠে রাস্তার ধারেই তিন বিঘা জমিতে ভুট্টাচাষ করেন। শুক্রবার রাতে ওই তিন বিঘা জমির ভুট্টাগাছ কেটে সাবাড় করে দেয়া হয়। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত চাষি সালেক মোল্লা জানান, পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের মসজিদপাড়ার মনিরদ্দিন ও তার দু ছেলে উজ্জ্বল ও সুকজাল, সোরাপের দু ছেলে মিঠু ও তোতা এবং পিয়ার আলীর ছেলে রাজু আমার ওই ভুট্টাগাছ কেটে দিয়েছে। উপজেলা কৃষি অফিসার কৃপাংশু শেখর বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু জাহের ভূইয়া জানান। এ দিকে গ্রামের মোল্লারছড়া মাঠে তিন বিঘা জমিতে ভুট্টাগাছ কেটে সাবাড় করে দেয়ার খবর গ্রামে ছড়িয়ে পড়লে ক্ষতিগ্রস্ত চাষি সালেক মোল্লার পরিবারের লোকজন, আত্মীয়-স্বজনসহ গ্রামের শ শ নারী পুরুষ ছুটে যান ওই ভুট্টাক্ষেতে। সেই সাথে ঘটনার সাথে জড়িতদের ধিক্কার জানিয়ে দৃষ্টান্ত মূলক শাস্তিরও দাবি জানিয়েছেন।