মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে চোরাচালানের গডফাদার আশরাফ আলীকে গ্রেফতার করেছে ঝিনাইদহ ডিবি পুলিশ।
এলাকাবাসী ও ঝিনাইদহ ডিবি অফিস সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার নেপা ইউনিয়নের হলদিপাড়া গ্রামের মৃত গোলাম রহমানের ছেলে আশরাফ আলীকে নেপা মোড় থেকে ঝিনাইদহ ডিবি পুলিশ আটক করে। তার বিরুদ্ধে মাদক, গরু ও সোনা চোরাচালানের অভিযোগ রয়েছে। সে দীর্ঘদিন ধরে মহেশপুর সীমান্ত অঞ্চলে চোরাচালান সিন্ডিকেট পরিচালনা করে আসছে। ঝিনাইদহ ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে।