জীবননগরের মিনাজপুর হাসাদাহ ও কাশিপুরে পথসভায় নজরুল মল্লিক
জীবননগর ব্যুরো: আওয়ামী লীগ নেতা নজরুল মল্লিক গতকাল সোমবার জীবননগর উপজেলার মিনাজপুর, হাসাদাহ ও কাশিপুরে পথসভা করেছেন। এসময় তিনি দরিদ্র মানুষের মাঝে কম্বলও বিতরণ করেন। পথসভায় চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল মল্লিক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, স্বাধীনতা ৩৭ বছরে যে উন্নয়ন হয়নি আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর তার কয়েকগুণ বেশী উন্নয়ন ঘটেছে। দেশ আজ উন্নয়নের মহাসড়কে। তিনি বলেন, উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে এ দেশের জনগণ ভুল করবে না। দেশের উন্নয়ন করতে হবে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, জনগণ আবারও আওয়ামী লীগ সরকারকে ভোট দেবে। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত হবে বলে তিনি পথসভায় আশাবাদ ব্যক্ত করেন। উপজেলার মিনাজপুর বাজার, হাসাদাহ বাজার ও কাশিপুরে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, সোহরাব হোসেন, আন্দুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মীর মকলেছুর রহমান টজো, কেডিকে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জাকির হোসেন, বাঁকা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান, উপজেলা যুবলীগ নেতা কাজি সামসুর রহমান চঞ্চল, প্রজন্মলীগের আমিনুর রহমান, হাকিমুজ্জামান হিরণ, আক্তার মো. ফারুক, সামসুল ইসলাম ও আব্দুস সাত্তার প্রমুখ। পথসভা শেষে তিনি দুস্থ ও হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।