ট্রাকচালক আর খোঁজ রাখেনি : অর্থাভাবে ধুঁকছে আহত তরিকুল
স্টাফ রিপোর্টার: অর্থাভাবে দর্শনার ওয়েল্ডিং মিস্ত্রি তরিকুলের চিকিৎসা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। যে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে তরিকুল চুয়াডাঙ্গা সদর হাসপাতালে, সেই ট্রাকচালক প্রথমে আর্থিক সহযোগিতার প্রতিশ্রুতি দিলেও হাসপাতালে ভর্তির পর কোনো খোঁজই নেয়নি বলে অভিযোগ।
তরিকুল ইসলাম দর্শনা হল্টচাঁদপুরের মঈন উদ্দীনের ছেলে। ওয়েল্ডিং মিস্ত্রি হিসেবে কাজ করতো। গত ২৩ নভেম্বর অন্যের মোটরসাইকেল চেয়ে নিয়ে দামুড়হুদা হেমায়েতপুরের নির্মাণাধীন একটি বাড়ির জানালার মাপ নিতে যায়। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি ট্রাক ধাক্কা দিলে গুরুতর আহত হয় তরিকুল। তাকে ওই ট্রাকযোগেই উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। দুর্ঘটনার দায় স্বীকার করে ট্রাকচালক চিকিৎসার খরচ দেয়ার প্রতিশ্রুতি দিলেও পরে আর তরিকুলের খোঁজই নেয়নি বলে তরিকুলের শয্যাপাশে থাকা লোকজন অভিযোগ করে বলেছেন, গরু বিক্রি করে চিকিৎসা চালানো হলেও এখন অর্থাভাবে চিকিৎসা পড়েছে চরম অনিশ্চয়তার মধ্যে। অথচ ট্রাকচালক ও ট্রাকের মালিকপক্ষের কেউ কোনো সহযোগিতাই করছে না।