ঝিনাইদহের চান্দুয়ালির আব্দুল মতিন মিয়ার ইন্তেকাল

বাজার গোপালপুর প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের চান্দুয়ালি গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নানের পিতা পরিচিত মুখ মতিয়ার রহমান ওরফে মতিন মিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। গত শুক্রবার দিনগত রাত আড়াইটার সময় যশোর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…….রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৭ বছর।
পরিবারের সদস্যরা জানান, আব্দুল মতিন বেশ কিছুদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। গত মঙ্গলবার তিনি বুকে ব্যাথা অনুভব করলে যশোর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গত শুক্রবার দিনগত রাত আড়াইটার সময় যশোর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। গতকাল শনিবার মরহুমের নিজ বাড়ি চান্দয়ালি গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি এক ছেলে দুই মেয়ে স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a comment