আলমডাঙ্গা নওদাদুর্গাপুরে পরিবারের ওপর অভিমান করে আত্মহত্যা

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা নওদাদুর্গাপুর গ্রামের ছালমা নামের একজন ঘরের আড়ায় গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। গতপরশু শুক্রবার সন্ধ্যায় পিতার বাড়িতে সে আত্মহত্যা করে।
জানা গেছে, উপজেলার কুমারী ইউনিয়নের নওদাদুর্গাপুর গ্রামের আব্দুস ছালামের মেয়ে ছালমা খাতুন বেশ কিছুদিন বাবার বাড়িতে ছিলো। গত ৭-৮মাস আগে উপজেলার আন্দিপুর গ্রামে তার বিয়ে হয়। গতপরশু শুক্রবার সন্ধ্যায় পরিবারের ওপর অভিমান করে নিজ শোবার ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। গতরাতেই আলমডাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। মামলা দায়েরর পর লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশ আলমডাঙ্গা থানায় নিয়ে আসে। গতকাল শনিবার সকালে ময়নাতদন্তের শেষে পিতার বাড়িতে লাশ দাফন করা হয়েছে বলে জানা গেছে।

Leave a comment