বিদেশি টুকরো

সাংবাদিক স্ত্রীকে হত্যার পর পাকমন্ত্রীর আত্মহত্যা

মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানের প্রাদেশিক মন্ত্রী মীর হাজার খান বিজারানি আত্মহত্যা করেছেন। এর আগে গুলি করে নিজের সাংবাদিক স্ত্রীকে হত্যা করেন। গত বৃহস্পতিবার তাদের করাচির বাসভবন থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে কী কারণে এই হত্যা ও আত্মহত্যার ঘটনা ঘটেছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। তবে পুলিশের অনুমান, স্ত্রী ফারিহা রাজাকের সঙ্গে পারিবারিক কলহের জের ধরে তাকে লক্ষ্য করে তিনবার গুলি চালান মন্ত্রী বিজারানি। এতে মৃত্যুর কোলে ঢলে পড়েন ফারিহা। পরে ওই একই আগ্নেয়াস্ত্র দিয়ে মন্ত্রী নিজেও আত্মহত্যা করেন। ঘটনাস্থল থেকে সেই ওই অস্ত্র ও বুলেট উদ্ধার করেছে পুলিশ। আত্মঘাতী মন্ত্রী বিজারানি জারদারির দল পাকিস্তান পিপলস পার্টির একজন প্রভাবশালী নেতা ছিলেন। তিনি সিন্ধু প্রদেশের পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী হিসেবে কাজ করছিলেন। তার স্ত্রী ফারিহা রাজাক সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন।

বাংলাদেশ সীমান্তে নজরদারিতে ড্রোন চালু করবে ভারত

মাথাভাঙ্গা মনিটর: ভারত-বাংলাদেশ সীমান্তে  চোরা চালান, অবৈধ অনুপ্রবেশ, জাল নোট, আগ্নেয়াস্ত্র এবং মাদকদ্রব্য পাচার রুখতে বিএসএফ আগামী বছরের মধ্যেই স্মার্ট-ফেন্সিংয়ের সঙ্গে কাজে লাগাবে মনুষ্য চালকবিহীন আকাশযান ইউএভি। বিএসএফের মহাপরিচালক কে.কে. শর্মা সংবাদ মাধ্যমকে এ কথা জানিয়ে বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি এ বিষয়ে বিএসএফের প্রস্তাব অনুমোদন করেছে। আসামের ব্রহ্মপুত্র নদ বরাবর নদী-নালা অধ্যুষিত ৪৮ কিলোমিটার দীর্ঘ ধুবড়ি সীমান্ত এলাকায় দেশীয় প্রযুক্তির সাহায্যে কাঁটাতারের স্মার্ট সীমান্ত বেড়া বসানো হবে চলতি বছরের মধ্যেই।

কে.কে. শর্মা বলেন, আপাতত চারটি মনুষ্য চালকবিহীন আকাশযান কেনার অনুমতি চাওয়া হয়েছে সরকারের কাছে, যেগুলো মোতায়েন করা হবে ৪ হাজার ৯৬ কিলোমিটার দীর্ঘ ভারত-বাংলাদেশ সীমান্তের অতি স্পর্শকাতর পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরায়। পাশাপাশি অতিরিক্ত আরও পাঁচটি বিএসএফ ব্যাটেলিয়ান (মোট সদস্য পাঁচ হাজার) গড়ে তোলার অনুমতি চেয়েছে সরকারের কাছে।

২২ নাবিকসহ ভারতী ট্যাঙ্কার নিখোঁজ

মাথাভাঙ্গা মনিটর: মাঝ সমুদ্রে ২২ জন ভারতীয় নাবিকসহ এমটি ম্যারিন এক্সপ্রেস নামে একটি তেলের ট্যাঙ্কার রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। পশ্চিম আফ্রিকার বেনিন উপকূলে উধাও হয়ে যায় ওই ভেসেলটি। গত ৪৮ ঘণ্টা ধরে জাহাজ ও নাবিকদের সন্ধান চলছে। খবরে বলা হয়েছে, ২২ জন ভারতীয় নাগরিক ছাড়াও ওই ট্যাঙ্কারে ছিলো ১৩ হাজার ৫০০ টন গ্যাসোলিন। প্রতি টন গ্যাসোলিনের মূল্য প্রায় ৬০০ ডলার। অর্থাৎ জাহাজটিতে যে মাল রয়েছে তার মূল্য প্রায় ৫২ কোটি টাকা। উদ্ধার অভিযান চললেও এখনো এ ঘটনার কোনো তথ্য পাওয়া যায়নি। তবে জাহাজটি ছিনতাই করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, সাম্প্রতিক কালে এ নিয়ে দুটি জাহাজ মাঝ সমুদ্র থেকে নিখোঁজ হয়েছে। গত মাসেও এভাবেই একটি ভেসেল নিখোঁজ হয়ে যায় পশ্চিম আফ্রিকার উপকূল থেকে। গত ৩১ জানুয়ারি স্থানীয় সময় রাত ৬টা ৩০ মিনিটে শেষ সিগনাল পাওয়া গিয়েছিলো ওই ভেসেলটি থেকে। পরের দিন দুপুর ২টা ৩৬ মিনিটে স্যাটেলাইট থেকে জাহাজের সর্বশেষ পরিস্থিতি দেখা যায়।

শাহরুখের নির্দেশে নকল কাগজ তৈরি!

মাথাভাঙ্গা মনিটর: বেনামি সম্পত্তিতে খামারবাড়ি তৈরি করে বিপদে পড়েছেন শাহরুখ খান। এরই মধ্যে ভারতের আয়কর বিভাগ এই নায়কের আলীবাগের সম্পত্তি অস্থায়ীভাবে বাজেয়াপ্ত করেছে। এদিকে শাহরুখ খানের সাবেক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মোরেশ্বর আজগাওকর আয়কর বিভাগকে জানিয়েছেন, শাহরুখের নির্দেশেই নাকি আলীবাগের ওই সম্পত্তি কেনার জন্য নকল কাগজ তৈরি করেন তিনি। তার এই স্বীকারোক্তির ওপর ভিত্তি করে এখন তদন্ত করছে আয়কর বিভাগ। শাহরুখ খান প্রায়ই ছুটি কাটাতে যান এখানে। গত বছর নভেম্বরে জন্মদিন উদযাপন করার জন্য পরিবার ও বন্ধুদের সঙ্গে নিয়ে আলীবাগের এই খামারবাড়িতে গিয়েছিলেন তিনি। ২০০৪ সালের ২৯ ডিসেম্বর শস্য উৎপাদন, উদ্যানপালনের জন্য দেজা ভু ফার্মস প্রাইভেট লিমিটেড নথিভুক্ত হয়। প্রতিষ্ঠানটির পরিচালক হিসেবে দেখানো হয় নমিতা ছিবা, রমেশ ছিবা ও সবিতা ছিবার নাম। দেজা ভু ফার্মসের আরেক পরিচালক মোরেশ্বর আজগাওকরকে সম্পত্তির মালিক হিসেবে উল্লেখ করা হয়।