দর্শনা অফিস: দামুড়হুদার বড়বলদিয়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়ালেন জেলা বিএনপির অন্যতম নেতা, আসন্ন জাতীয় সংসদ সদস্য নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হাজি ইঞ্জি. মোখলেসুর রহমান তরফদার টিপু। গতকাল শুক্রবার বিকেলে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বড়বলদিয়া শেখপাড়ার অগ্নিকাণ্ডে সর্বশান্ত কলিম উদ্দিন কাঠুর বাড়িতে যান টিপু তরফদার। কাঠু ও তার পরিবারের দুঃখ দুর্দশার কথা শোনেন। ক্ষতিগ্রস্ত পরিবারের অভিভাবক কলিম উদ্দিনের হাতে তুলে দেন আর্থিক অনুদান ও শীতবস্ত্র। এসময় উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম খোকন, নাজির উদ্দিন খেদু, সোহেল তরফদার, আব্দুস সাত্তার, বিএনপি নেতা সুলতান আলী, রমজান আলী, সমশের মালিথা, আ. রশিদ কালু, মাসুদ মাস্টার, নুর ইসলাম তরফদার, মামুন রেজা, মুনতাজ আলী, লিটন আক্তার, আজিজ মাস্টার, আনোয়ার কাজি, লিয়াকত আলী পচু, আ. মান্নান, আলমগীর, সামাদ, পিন্টু মিয়া, তুহিন প্রমুখ। উল্লেখ্য গত সোমবার দুপুর ১টার দিকে পল্লী বিদ্যুতের তার ছিড়ে কলিম উদ্দিনের বসতঘর, ঘরের আসবাবপত্র, নগদ টাকাসহ সমস্ত মালামাল পুড়ে যাওয়ায় সর্বশান্ত হয় পরিবারটি।