হাসাদাহ প্রতিনিধি: জীবননগর হাসাদাহে দিনে দুপুরে মুদি দোকানের তালা ভেঙে নগদ টাকা ও মালামাল চুরি হয়েছে। গতকাল শুক্রবার জুম্মার নামাজর সময় হাসাদাহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সামনে অবস্থিত মেসার্স মরিয়ম ট্রেডার্সে চোরচক্র প্রায় ২৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। চুরি সম্পর্কে মেসার্স মরিয়ম ট্রেডার্সের তত্ত্ব¡াবধায়ক শামীমের সাথে কথা বললে তিনি বলেন আমি আমার দোকান বন্ধ করে জুম্মার নামাজ পড়ার উদ্দেশে দ্রুত বাড়ি চলে যায়। কিন্তু ক্যাশ বাক্সের চাবি দোকানের ভেতর থেকে যায়। কিছু সময় পর সংবাদ পায় যে আমার দোকনে চোরেরা তালা ভেঙে ক্যাশ বাক্সে থাকা নগদ ২১ হাজার টাকা ও কিছু মালামাল চুরি করে নিয়ে গেছে। এই চুরি হওয়ায় দোকানদার শামীম মানসিকভাবে ভেঙে পড়েছে।