কুষ্টিয়ার সড়ক দুর্ঘটনায় পিতা নিহত : পুত্র আহত

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় পিতা নিহত এবং পুত্র আহত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার খলিশাকু-ি ইউনিয়নের শ্যামনগর গ্রামে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, দিনার আলী তার ছেলে সিজানকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে শ্যামনগরে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক দিনার আলী ঘটনাস্থলেই নিহত হয় এবং গুরুতর আহত হয় তার ছেলে বড়গাংদিয়া হাইস্কুলের অষ্টম শ্রেণি ছাত্র সিজান। নিহত দিনার আলী পার্শ্ববর্তী আব্দুলপুর ঘুগা গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে এবং আহত সিজানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।