মেহেরপুর অফিস: মেহেরপুর ঘাটপাড়া ক্রীড়াচক্রের উদ্যোগে শহরের বোসপাড়ামাঠে অনুষ্ঠিত রিপন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুর সরকারি কলেজপাড়া একাদশ ৭ উইকেটে জয় লাভ করেছে। গতকাল শনিবার বিকেলে অনুষ্ঠিত খেলায় টস জিতে শ্যামল সু হাউজ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১২ ওভারে ৪ উইকেট হারিয়ে মাত্র ৮২ রান সংগ্রহ করে। দলের পক্ষে জুয়েল সর্বোচ্চ ২৫ রান করে। সরকারি কলেজ একাদশের রাজ ৩টি উইকেট লাভ করে।
জবাবে খেলতে নেমে সরকারি কলেজ একাদশ ৯ ওভার ২ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে রাজু সর্বোচ্চ ৪২ রান করে। শ্যামল সু হাউজের জুয়েল ২টি উইকেট লাভ করে। ব্যক্তিগত ১টি উইকেট লাভসহ ৪২ রান করায় বিজয়ী সরকারি কলেজপাড়ার রাজু ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন।