উথলী ফুটবলে জীবননগর জয়ী

 

জীবননগর ব্যুরো: গতকাল শনিবার জীবননগর উপজেলার উথলী সেনেরহুদা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনালে জীবননগর ফুটবল একাদশ ২-০ গোলে মানিকদিহি ফুটবল একাদশকে পরাজিত করে জয়লাভ করে। উথলী ফুটবলমাঠে অনুষ্ঠিত খেলায় জীবননগর ফুটবল একাদশের পক্ষে সাইদুর রহমান ও কাজি সুমন একটি করে গোল করে।