র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক হলেন কর্নেল জিয়া

 

স্টাফ রিপোর্টার: কর্নেল জিয়াউল আহসান হলেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন)। গত বৃহস্পতিবার সেনা সদর দফতর থেকে এ সংক্রান্ত নির্দেশ জারি হয়। গতকাল দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এর আগে লে. কর্নেল জিয়াউল আহসান ছিলেন র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক। গত মে মাসে তিনি লে. কর্নেল পদ থেকে কর্নেল পদে পদোন্নতি পান। গত ১২ নভেম্বর র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল মুজিবুর রহমানকে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি দিয়ে ঢাকা সেনানিবাসের স্বতন্ত্র ৪৬ ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব দেয়া হয়। এরপর থেকে এ পদটি শূন্য অবস্থায় ছিলো।