আলমডাঙ্গা নান্দবারে কপোত-কপোতিকে হাতেনাতে ধরে ধামাচাপা দেয়ার চেষ্টা : ঘটনা ফাঁস

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার নান্দবারে কপোত-কপোতিকে হাতেনাতে ধরে ধামাচাপা দেয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ঘটনা ফাঁস হয়েছে। জানা গেছে, নান্দবার গ্রামের মিলন হোসেনের স্ত্রী ২ সন্তানের জননী ও একই পাড়ার আয়ুব আলীর ছেলে এক সন্তানের জনক রতন হোসেন কয়েক বছর যাবৎ মিলনদের জোন হিসেবে কাজ করতো এবং মিলনের স্ত্রীর সাথে তার পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। গত ১৪ জানুয়ারি রাতে মিলনের স্ত্রী ও রতনকে আপত্তিকর অবস্থায় দেখে মিলনের ছোট ভাই শিলন। এসময় কৌশলে পালিয়ে যায় রতন। গত ২৬ জানুয়ারি রতন বিদেশে পাড়ি জমায় আর গ্রাম জুড়ে কপোত-কপোতির বিষয়টি মুখে মুখে রটে যায়। এ বিষয়ে মিলন ক্ষিপ্ত হয়ে বলেন রতন আমার বাড়িতে কাজ করে আমার স্ত্রীর সাথে অবৈধভাবে সম্পর্ক গড়ে তুলেছে। রতনের সাথে দেখা হলেই এ বিষয়ে বোঝাপাড়া করা হবে।

Leave a comment