জীবননগর পনেরসতিতে মৎস্যচাষে মাঠ দিবস অনুষ্ঠিত

জীবননগর ব্যুরো: ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় গতকাল মঙ্গলবার জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের পনেরসতিতে মৎস্য চাষ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা মৎস্য কর্মকর্তা ড. মাহবুবুর রহমান তালুকদার।
উপজেলা মৎস্য কর্মকর্তা ফরহাদুর রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৎস্য প্রকল্পের খুলনা বিভাগীয় উপ-পরিচালক লুকাস সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, হাসাদাহ ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবির, উপজেলা পল্লি উন্নয়ন অফিসার মেহেদী হাসান, উপজেলা মৎস্য খামার ব্যবস্থাপক আব্দুল কাদের। উপজেলা পল্লি জীবিকায়ন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা শামনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মাঠ দিবসের অনুষ্ঠানে মৎস্য চাষিদের মধ্যে বক্তব্য রাখেন কামরুজ্জামান, রফিকুল ইসলাম ও আহাদ আলী।

Leave a comment