পাকিস্তানকে উড়িয়ে দিয়ে ফাইনালে ভারত

মাথাভাঙ্গা মনিটর: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে ফাইনাইলে উঠেছে ভারত। একপেশে লড়াইয়ে এই ম্যাচে ভারতের যুবারা জিতেছে ২০৩ রানের বিশাল ব্যবধানে। গতকাল অপর সেমিফাইনালে আফগানিস্তানকে হারায় অস্ট্রেলিয়া। আগামী ৩ ফেব্রুয়ারি বে-ওভালে হবে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার ফাইনাল ম্যাচ।
গতকাল মঙ্গলবার ক্রাইস্টচার্চে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৭২ রান তুলে ভারত। শুবমান গিলের অনবদ্য সেঞ্চুরিতে বড় সংগ্রহটা নিশ্চিত হয় তাদের। গিল ৯৪ বলে ৭টি বাউন্ডারিতে করেন ১০২ রান। দুই ওপেনার পৃথ্বী শ করেন ৪১ আর মনোজ কারলা ৪৭ রান করেন। ওপেনিং জুটি থেকে আসে ৮৯ রান। পাকিস্তানের মোহাম্মদ মুসা ৬৭ রানে ৪টি এবং আরশাদ ইকবাল ৫১ রানে ৩টি উইকেট নেন।
জবাব দিতে নেমে পাকিস্তান গুটিয়ে যায় ৬৯ রানেই। বাংলার মিডিয়াম পেসার ঈশান পোরেল ১৭ রানে ৪ উইকেট নিয়ে ধ্বসিয়ে দেন পাক ব্যাটিং লাইনকে। শিব শিং ও রিয়ান পরাগও নিয়েছেন দুটি করে উইকেট। পাকিস্তানের পক্ষেরোহিল নাজির (১৮) আর সাদ খান (১৫) ছাড়া কেউই দুই অঙ্ক ছূঁতে পারেননি।

Leave a comment