মেহেরপুর অফিস: মেহেরপুর প্রেসক্লাব ও সেচ্ছাসেবী সংগঠন ‘জাগো মেহেরপুর’ এর মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করা হয়। খেলায় জাগো মেহেরপুর প্রেসক্লাবকে ৭ উইকেটে পরাজিত করে। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পরাজিত দল। নির্ধারিত ১০ ওভারের খেলায় ৬ উইকেটে ৯০ রান সংগ্রহ করে প্রেসক্লাব দল। ৯১ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে জাগো মেহেরপুর দল ৭ ওভার ৪ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পোঁছায়। খেলায় উপস্থিত ছিলেন মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন, সাধারণ সম্পাদক রফিক-উল-আলম, এসএ টিভির প্রতিনিধি ফজলুল হক, একুশে টিভি প্রতিনিধি ফারুক হোসেনসহ প্রেসক্লাবের সাংবাদিকরা ও জাগো মেহেরপুরের উপদেষ্টা সোয়েব রহমান, মোস্তাকুর রহমান তুষার, সংগঠক আব্দুল আলিম, মোহাইমিনুর রহমান, জ্যাকসহ সংগঠকরা।