গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মাঝে গতকাল মঙ্গলবার সকালে কম্বল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা একেএম কামরুজ্জামানের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের অস্থায়ী অফিসে আনুষ্ঠানিকভাবে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ হাসিনা পরিষদ গাংনী উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহিবুল ইসলাম মহি ও উপজেলা বাউল সম্প্রদায় সভাপতি রেজাউল করিম বান্টু। উপস্থিত ছিলেন মটমুড়া ইউনিয়ন ছাত্রলীগ সহসভাপতি সাখাওয়াত হোসেন শাকিল, সাংগঠনিক সম্পাদক লিখন আহম্মেদ ও সেন্টু মিয়াসহ মুক্তিযোদ্ধাবৃন্দ। একেএম কামরুজ্জামানের উদ্যোগে সবগুলো ইউনিয়ন ও পৌর এলাকায় কম্বল বিতরণ করা হবে বলে জানা গেছে।