গাংনী বাজার কমিটির নির্বাচনে নির্বাহী সদস্য পদে বিজয়ীরা

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে নির্বাহী সদস্যের ৮টি পদে ১৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ভোটের সংখ্যার ওপর ভিত্তি করে ৮জনকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার। গত সোমবার দিনগত গভীর রাতে গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাহী সদস্য পদে সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সেলিম রেজা। বটগাছ প্রতীকে তিনি ৫৫৪ ভোট পেয়েছেন। শুধু নির্বাহী সদস্য পদে নয় বাজার কমিটির ১৫টি পদের মধ্যে তিনি সর্র্বোচ্চ সংখ্যক ভোট পেয়েছেন। নির্বাহী সদস্য পদে দ্বিতীয় হয়েছেন উজ্জ্বল হোসেন। মই প্রতীকে তিনি পেয়েছেন ৫১৩ ভোট। তৃতীয় আব্দুল বারী সাগর মাছ প্রতীকে ৪১৭ ভোট, চতুর্থ সেকেন্দার আলী হরিণ প্রতীকে ৩৭৬, পঞ্চম মামুনুর রশিদ উটপাখি প্রতীকে ৩৪৮, ষষ্ঠ জামিল হোসেন কলস প্রতীকে ৩৪২, সপ্তম বিল্লাল হোসেন হাতকরাত প্রতীকে ৩৩৪ ও অষ্টম এনামুল হক-কাপড় মাইক প্রতীকে ৩২৯ ভোট। বাকি প্রার্থীদের মধ্যে আশিক ইকবল তুষার টেবিলফ্যান প্রতীকে ৩১৮, এনামুল হক-ইলেকট্রিক ফুটবল প্রতীকে ৩০৯, কামরুজ্জামান বাবু বাল্ব প্রতীকে ৩০০, জিল্লুর রহমান সেলাইমেশিন প্রতীকে ২৮৭, বাদশা খান মোরগ প্রতীকে ২৮৫, খাদেমুল ইসলাম বাবলু র‌্যাকেট প্রতীকে ২৩৫ ও মশিউর রহমান উজ্জল আলমারী প্রতীকে ১৩৯ ভোট পেয়েছেন।
গত সোমবার গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে গাংনী বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়।