ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলায় অস্ত্র ও গুলিসহ ডাকাত সন্দেহে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, খাইরুল আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। গতকাল সোমবার ভোরে সদরের হলিধানী-বাজার গোপালপুর সড়কে নিমতলা ব্রিজের পাশে অভিযান চালিয়ে খাইরুলকে গ্রেফতার করা হয়। গ্রেফতার খাইরুল ইসলাম সদরের চান্দুয়ালী গ্রামের আবদার মোল্লার ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, ভোরে নিমতলা ব্রিজের পাশে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পাই। এর ভিত্তিতে সেখানে অভিযানে যান পুলিশ। এসময় সেখান থেকে খাইরুলকে গ্রেফতার করা হয়। তবে অন্যরা পালিয়ে যায়। খাইরুলের কাছ থেকে দেশে তৈরি ওয়ানশুটারগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে বলে জানান ওসি।