কুষ্টিয়ায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল সোমবার বিকেলে মিরপুর পুরাতন বাসস্ট্যান্ড বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জামাল আহমেদ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসএম জামাল আহমেদ জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ১৯৯০ এর ৪৩ ধারায় উজ্জ্বল মিষ্টান্ন ভা-ারের মালিক রবীন্দ্রনাথ পণ্ডিতকে ৩ হাজার টাকা এবং মহিলা কলেজ রোডে মুন্নি বীজ ভা-ারের মালিক মহসীন আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময়ে ওই বীজ ভা-ার থেকে বিপুল পরিমাণে মেয়াদ উত্তীর্ণ বীজ জব্দ করা হয়। অভিযানকালে ভোক্তা সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। অপরদিকে বিকেলে সদর উপজেলার জগতি বাজারে কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শরিফ উল্লাহ অভিযান চালিয়ে ‘পাটজাত মোড়কের বাধ্যতামূলক আইন-২০১০’ এ হাফিজুর রহমান নামের এক ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।