স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা রেলপাড়ার মরহুমা রিজিয়া খাতুনের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় গতকাল বাদ আছর নিজ বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পারিবারিক উদ্যোগে আয়োজিত মিলাদ মাহফিলে চুয়াডাঙ্গার প্রবীন আইনজীবী হাজি সেলিম উদ্দীন খাঁনসহ বহু সুধি মসুল্লি শরীক হন।
মরহুম আব্দুস শুকুর ম-লের স্ত্রী রিজিয়া খাতুন ৮৩ বছর বয়সে গত ২৫ জানুয়ারি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। রেলপাড়া জান্নাতুল বাকী কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়। গতকাল অনুষ্ঠিত মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন জান্নাতুল মওলা কবরস্থান জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হুমায়ুন। রিজিয়া খাতুন ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের পর পর দু’বার বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান দৈনিক মাথাভাঙ্গার প্রধান সম্পাদক সাইফুল ইসলাম পিনুর শাশুড়ি।