চুয়াডাঙ্গা-মেহেরপুরের বিভিন্ন স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ট শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান
মাথাভাঙ্গা ডেস্ক: চুয়াডাঙ্গা মেহেরপুরের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার আয়োজিত এ সব অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবাগতদের বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং জেএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার বেলা ১১টার দিকে স্কুল প্রাঙ্গণে ম্যানেজিং কমিটির সভাপতি ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীন, দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নুরজাহান খাতুন, দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) জিএম এমদাদুল হক, দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহিদুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. নূরনবী, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য শফিউল কবির ইউসুফ, আবুল হাশেম মেম্বার, ইমরান আকাশ ওরফে ইমান আলী, তিতুয়ার রহমান, নেদা, বেবী, অভিভাবক আব্দুর রহিম, শরীফুল আলম প্রমুখ। শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন আব্দুর রাজ্জাক। এর আগে প্রধান অতিথি শিক্ষক-শিক্ষিকাদের ডিজিটাল হাজিরা এবং শেখ রাসেল ডিজিটাল ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক মিজানুর রহমান।
জুড়ানপুর প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদার ইব্রাহীমপুরে প্রতিষ্ঠাতা পরিচালক উজ্জল হোসেনের সভাপতিত্বে ইংলিশ টিউটোরিয়াল সেন্টারের পক্ষ থেকে নবাগতদের বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ, আভিভাবক সমাবেশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. আফসার উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম সেলিম। বিশেষ অতিথি ছিলেন জুড়ানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রেজাউল হক রেজা, কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি শামিম আহমেদ, রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য লিটন, বিষ্ণুপুর কিন্ডারগার্টেনের অধ্যক্ষ ফিরোজ ইফতেখার, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য রাহিন উদ্দিন প্রমুখ।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গার কুমারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মজিবর রহমান, সদস্য আজিজুল হক সোমা, রুহুল আমীন, জয়নাল হক, সোনাউল্লাহ ও আলম হোসেন। বিদ্যালয়ের শিক্ষক শামসুল হুদার উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক মসলেম উদ্দীন, ফারুক হোসেন, সাহিবুল হক, আমিরুল ইসলাম, হাফিজুর রহমান, হেলাল উদ্দীন, আশাদুল হক, আনজিরা খাতুন, রোজিয়া খাতুন, ফরিদা পারভীন, ভারতী রাণী বিশ্বাস, হাবিবুর রহমান। শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন ১০ম শ্রেণির ছাত্রী শম্পা খাতুন।
বাড়াদী প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গার কাঁটাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার এ উপলক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এসএম আবিদ আলিম শামিম। প্রধান অতিথি ছিলেন এলাকার কৃতী সন্তান বাগেরহাট মোড়লগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাশেদুল আলম টগর ও সাথে ছিলেন পতীœ সানজিদা ইয়াসমিন মিনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাড়াদী ইউপি চেয়ারম্যান মাসুদ পারভেজ ও মজিবার রহমান। দশম শ্রেণির ছাত্রী মিম ও বৃষ্টির উপস্থাপনায় বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মাসুদুল মন্নান ও বীর মুক্তিযোদ্ধা মনসুর আলি। এ সময় প্রধান অতিথি ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বলেন, মাদকমুক্ত থেকে তোমাদের আরও সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং এলাকার ভবিষ্যত তোমরা উজ্জ্বল করবে এটাই আশা রাখি। সহকারী প্রধান শিক্ষক ইখতিয়ার উদ্দীনের সার্বিক ব্যাবস্থাপনায় ৬৭ জন বিদায়ী শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়। আরও উপস্থিত ছিলেন মসলেম ম-ল, বেনজির আহম্মেদ স্বপন, লালন ও আশিকুর রহমান সেতু প্রমুখ।
এদিকে, গতকাল সোমবার সকাল ১০ টায় পোলতাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও নতুনদের বরণ অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলি মাস্টার। বিশেষ অতিথি ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম মোস্তফা। শিক্ষক মনজুরুল ইসলামের উপস্থাপনায় বক্তব্য রাখেন ইউনুচ আলী। আরও উপস্থিত ছিলেন শেখ আবুবাক্কা, আব্দুল জলিল, আলতাব হোসেন, মাজেদ আলি, শরিফ উদ্দীন, বিশ্বজিৎ অধিকারী, সাহাবুল হক, ডা. তরিকুল ইসলাম জুয়েল, আরজুল্লা, সোহেল, ইমরান, পারভেজ প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এই অনুষ্ঠান।
দর্শনা অফিস জানিয়েছে, দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবগত ছাত্রীদের বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দর্শনা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন শিক্ষক আরিফুল ইসলাম, মিন্টু, হাসান, আব্দুস সালাম, কালাম হোসেন, হাফিজুর রহমান, মাহমুদা খাতুন, শামসুন নাহার হীরা, নাসরীন আক্তারী, আলেয়া খাতুন, সঞ্চিতা রাণী, শারমিন আক্তার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক হাসেমরেজা হাসমত।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর সদর উপজেলার বারাদি এসএস বিদ্যা নিকেতনের নবীন শিক্ষার্থীদের বরণ, কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসএস বিদ্যা নিকেতনের নির্বাহী পরিচালক সেলিম হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেছের আলী। প্রধান বক্তা ছিলেন জেলা কি-ারগার্টেন অ্যাসোসিয়োশনের সভাপতি সিরাজুল ইসলাম মাস্টার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপিল উদ্দিন, পিরোজপুর চাইল্ড কেয়ারের পরিচালক ফাইলউদ্দিন আহমেদ। শিক্ষক সফর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কার্যনির্বাহী সদস্য হুমায়ূন কবির স্বপন, সিরাজুল সালেকিন, অভিভাবক মাহফুজুর রহমান, মিজানুর রহমান বাবলু, শিক্ষার্থী সামিউল, অর্পা প্রমুখ। এ সময় বিদ্যালয়ে বিপুল পরিমাণ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে নবীণ ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং অতিথিবৃন্দ কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুর গাংনী উপজেলার করমদি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবাগত ছাত্র-ছাত্রীদের বরণ করা হয়। গতকাল সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করমদি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোহা. আলম হুসাইন। প্রধান অতিথি ছিলেন করমদি মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্যদ সভাপতি সাহাব উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ফারহানা ইয়াছমিন, পরিচালনা পর্ষদ সদস্য ইসমাইল হোসেন, মজিরুল ইসলাম, আকবর আলী, মরিয়ম খাতুন ও নিমছারুল ইসলাম। অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগত ছাত্র-ছাত্রীদের অনুষ্ঠানিকভাবে বরণ করা হয়।
ডাকবাংলা প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহ সদর উপজেলার উত্তর নারায়ণপুর মডেল দাখিল মাদরাসায় ২০১৮ সালের পরীক্ষার্থীদের জন্য দোয়া ও অভিভাবকদের সাথে বাল্যবিয়ে প্রতিরোধের কারণ বিষয়ে আলোচনা সভার আয়াজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুন্সী মো. শাহীন রেজা সাঈদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাগান্না ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মোজাম্মেল শেখ। আলোচনা করেন মাদ্রাসার সুপার মো. আব্দুল্লা আল মাহমুদ, বিশিষ্ট সমাজসেবক মহরম আলী পাঠান, শিক্ষক শরিফুল ইসলাম, নুর-আলম, ফিরোজ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জাকির হোসেন। অনুষ্ঠানে বক্তরা বলেন, সকলে মিলে বাল্যবিয়ে প্রতিরোধ করতে একসাথে কাজ করতে হবে। শিক্ষার গুনগত মান ভালো করতে হবে। শতভাগ ক্লাসে উপস্থিত হতে হবে।