স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সরকারি কলেজের আয়োজনে প্রথমবারের মতো শুরু হয়েছে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট। গতকাল সোমবার বেলা ১১টায় কলেজ চত্বরে খেলার উদ্বোধন করেন অধ্যক্ষ মো. কামরুজ্জামান। উদ্বোধনকালে অধ্যক্ষ মো. কামরুজ্জামান বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের মধ্য থেকে একটি শক্তিশালী ভলিবল দল গঠন করা হবে। যে দলটি চুয়াডাঙ্গার প্রতিনিধিত্ব করবে এবং জাতীয়ভাবে সম্মান বয়ে আনবে বলে আমাদের বিশ্বাস।’ উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্টের আহ্বায়ক মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ নওরোজ মোহাম্মদ সাঈদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সহসভাপতি শাহাবুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. জানিফ।
এ সময় অন্যান্যের মধ্যে চুয়াডাঙ্গা সরকারি কলেজের উপাধ্যক্ষ আব্দুল মজিদ প্রামাণিক, সাবেক অধ্যক্ষ রহমত আলী বিশ্বাস, বাংলা বিভাগের প্রধান ড. আব্দুল আজিজসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বিপুল সংখ্যক শিক্ষার্থী খেলাদুটি উপভোগ করেন। ভলিবল টুর্নামেন্টে মোট ১৫টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনে দুটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় হিসাব বিজ্ঞান বিভাগ ৩-২ সেটে রসায়ন বিভাগকে এবং পদার্থ বিজ্ঞান বিভাগ ৩-২ সেটে ইংরেজি বিভাগকে হারিয়েছে।