স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা শহরের বাগানপাড়ায় ৮ম শ্রেণির ছাত্র সামির হোসেন (১৪) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। একটি মোবাইলফোন নিয়ে গতপরশু থেকে গতকাল সকাল পর্যন্ত প্রতিবেশীর সাথে মতবিরোধ দানা বাঁধার এক পর্যায়ে তাকে তার মা ঘরে আটকে তালা মারার পর সে সুযোগ বুঝে আত্মহত্যা করে। গতকালই দাফন কাজ সম্পন্ন করা হয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা বাগানপাড়ার মাইক্রোচালক হারুন অর রশিদের ছেলে সামির হোসেন আলিয়া মাদরাসার ৮ম শ্রেণির ছাত্র। গতপরশু প্রতিবেশীর একটি মোবাইলফোন হারিয়ে যায়। এক পর্যায়ে তা কুড়িয়ে পেয়েছে বলে জানায় সামির হোসেন ফেরত দেয়। গতকাল ফেরত দেয়া হয় সিমটি। ফোন চুরি নাকি কুড়িয়ে পাওয়া তা নিয়ে প্রতিবেশীর সাথে বিরোধ চরমে পৌঁছুয়। এরই মাঝে সামিরকে তার মা ঘরে রেখে তালা মেরে তারই বোনকে সাথে নিয়ে মাদরাসার বিদায় অনুষ্ঠানে যান। দুপুরে ওর ভাই ইরফান বাড়ি ফিরে কাউকে না পেয়ে ঘরের জানালা দিয়ে উকি মেরে দেখতে পায় ভেতরে ছোট ভাইয়ের লাশ ঝুলছে। চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। মোবাইলফোন নিয়ে মতবিরোধের বিষয়টি আলোচনায় উঠে এলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে নেয়। অবশ্য পরে তার পিতা-মাতার আবেদনের প্রেক্ষিতে মায়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমোদন মেলে।