দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা বাজার কমিটির সাধারণ সম্পাদক শফিউল কবির ইউসুফ, বিশিষ্ট ব্যবসায়ী হাজি মোশারফ হোসেন ও জাহিদুল ইসলামসহ ৯জনের নামে মিথ্যা চাঁদাবাজি মামলার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে চৌরাস্তার মোড়ে মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে বাজার কমিটির সভাপতি হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাজার কমিটির সহসভাপতি মোতালেব হোসেন, সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য শফিউল কবির ইউসুফ, কোষাধ্যক্ষ হাজি মোফাজ্জেল হোসেন, যুগ্মসম্পাদক আব্দুল হালিম ভুট্টু, দফতর সম্পাদক আজিজুল হক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরনবী, বাজার কমিটির সদস্য ছানোয়ার হোসেন, ব্যবসায়ী আব্দুল হাকিম, দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ইমতিয়াজ হোসেন, যুবলীগ নেতা হযরত আলী প্রমুখ। বক্তারা মিথ্যা চাঁদাবাজি মামলার তীব্র নিন্দা জানান এবং মামলাটি সুষ্ঠু তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের লক্ষ্যে দামুড়হুদা মডেল থানার ওসির দৃষ্টি আকর্ষণ করেছেন।