আলমডাঙ্গা ব্যুরো: আমার পণ্য আমার দেশ, গড়বো বাংলাদেশ এ স্লোগানকে সামনে নিয়ে একে পর এক চমক এনেছে মিনিস্টার মাইওয়ান। গতকাল রোববার বিকেলে আলমডাঙ্গা হাজীমোড়স্থ মিনিস্টার শো-রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে আলমডাঙ্গা মিনিস্টার মাইওয়ান শো-রুমের ম্যানেজার নুরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, সাংবাদিক প্রশান্ত বিশ^াস, ফিরোজ ইফতেখার, মিনিস্টার মাইওয়ানের এ্যাসিষ্টেন অডিট ম্যানেজার নিজাম উদ্দিন, অডিট অফিসার মহাসিন হোসাইন, বণিক সমিতির সদস্য প্রিন্স, পাটিকাবাড়ি শো-রুমের ম্যানেজার কালাম হোসেন। শুদ্ধ সংস্কৃতি চর্চাকেন্দ্রের সহসম্পাদক সাংবাদিক শরিফুল ইসলাম রোকনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ঢাকা ইলেকট্রনিক্সের মালিক মানোয়ার হোসেন, সজল ইলেকট্রনিক্সের মালিক আশাদুল ইসলাম, সুইট ইলেকট্রনিক্সের মালিক শফিউল হক, সনি শো-রুমের মালিক জাহাঙ্গীর কবির, শহিদুল ইসলাম, দুদু, মাহাবুব রশিদ, মিনিস্টার মাইওয়ানের মার্কেটিং অফিসার ইমরান, রায়হান উদ্দিন, সেলসম্যান ফয়সাল আহমেদ প্রমুখ।