আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশের একের পর এক মাদকবিরোধী অভিযানে মাদকব্যবসায়ীরা তাদের ব্যবসার ধরণ পরিবর্তন করেছে। মাদকব্যবসার মূলহোতারা আড়ালে থেকে নতুন নতুন লোক দিয়ে ভ্রাম্যমাণভাবে মাদকব্যবসা চালিয়ে যাচ্ছে। গতকাল রোববার সন্ধ্যায় শহরের স্টেশন রোডে অভিযান চালিয়ে ৫ পিস প্যাথেডিনসহ প্যাথেডিন ব্যবসায়ী ভ্যানচালন শাহাদৎকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার রাধিকাগঞ্জ পশুহাটের মৃত আব্দুল ওহাবের ছেলে শাহাদৎ হোসেন দীর্ঘদিন ধরে পাখিভ্যান চালানোর আড়ালে মাদকব্যবসা করে আসছে। গতকাল রোববার সন্ধ্যায় আলমডাঙ্গা থানার এএসআই হামিদুল ইসলাম ও এএসআই মোস্তফা স্টেশন এলাকায় অভিযান চালিয়ে প্যাথেডিন বিক্রিকালে শাহাদৎকে আটক করা হয়। পরে তার নিকট থেকে ৫ পিস প্যাথেডিন উদ্ধার করা হয়। এবিষয়ে আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।