সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার বালিয়াকান্দি থেকে তাড়িসহ ৪জনকে আটক করেছে পলিশ। গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে সরোজগঞ্জ ফাঁড়ি পুলিশের এসআই শফিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, চুয়াডাঙ্গার সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শফিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বালিয়াকান্দিতে অভিযান চালিয়ে কবরস্থানের নিকট থেকে ৪জনকে আটক করেন। এসময় উদ্ধার করা হয় ১৬ লিটার তাড়ি। আটককৃতরা হলেন, চুয়াডাঙ্গার সদর উপজেলার মৃত বকসো মণ্ডলের ছেলে নবা মণ্ডল, একই গ্রামের মৃত আওয়াল মুন্সির ছেলে লাভলু, চণ্ডিপুর গ্রামের লাল মিয়ার ছেলে আলী হোসেন, ধুতুরহাট গ্রামের আশান আলির ছেলে বিপ্লব হোসেন। সরোজগঞ্জ ক্যাম্প ইনচার্জ এসআই শফিকুল ইসলামকে সহযোগিতা করেন সরোজগঞ্জ ক্যাম্পের এএসআই হাদিউজ্জামান ও এএসআই শাকের আলী ।