স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি নং ৭৯২ এর সাধারণ সম্পাদক পদে রানা ইসলামকে নিযুক্ত করা হয়েছে। সভাপতি স্বাক্ষরিত পত্রে উপরোক্ত তথ্য জানিয়ে ১২ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটির পরিচিতিও তুলে ধরা হয়েছে। সভাপতি শেখ শফিকুল ইসলাম শফি, সহসভাপতি আজিবার, সাধারণ সম্পাদক পদে রানা ইসলাম রানা, সহসাধারণ সম্পাদক ইয়াকুব আলী, কোষাধ্যক্ষ আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক লাল, প্রচার সম্পাদক নূর ইসলাম, দফতর সম্পাদক শহিদুল ইসলাম বাবু। এছাড়াও কার্যকরি সদস্যরা হলেন ইউসুফ আলী, সিরাজ আলী, মসলেম ও শ্রী নিশিথ। গতকাল রোববার সাধারণ সম্পাদক হিসেবে রানাকে দায়িত্বভার দেয়ার সময় কমিটির সকলকেই ফুলের মালা দিয়ে বরণ করা হয়।