স্টাফ রিপোর্টার: দিনাজপুরের পার্বতীপুর রেল জংশন স্টেশন থেকে পার্বতীপুর-ঠাকুরগাঁও ও পার্বতীপুর-লালমনিরহাট রুটে দুটি ডেমু ট্রেন আজ মঙ্গলবার (২৭ আগস্ট) থেকে চালু হচ্ছে। রেলমন্ত্রী মজিবুল হক এমপি ডেমু ট্রেন দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। চীন থেকে আমদানি করা ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ডেমু) ট্রেন দুটি আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন। রেলের পশ্চিমজোনের জেনারেল ম্যানেজার ফেরদৌস আলম জানান, পার্বতীপুর-ঠাকুরগাঁও (৯৪ কিলোমিটার) রুটে চলাচলের জন্য ঠাকুরগাঁও কমিউটার নামে ৩০০ আসনের ডেমু ট্রেনটি আজ মঙ্গলবার সকাল ১০টায় ঠাকুরগাঁও রেলস্টেশনে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রেলমন্ত্রী মজিবুল হক। এরপর পার্বতীপুর স্টেশনে বিকেল ৩টায় পার্বতীপুর-লালমনিরহাট (৭১ কিলোমিটার) রুটে চলাচলের জন্য একই সংখ্যক আসনের রংপুর কমিউটার নামের ডেমু ট্রেনটি উদ্বোধন করবেন রেলমন্ত্রী। ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে পার্বতীপুর-ফুলবাড়ী আসনের সংসদ সদস্য ভূমি প্রতিমন্ত্রী অ্যাড. মোস্তাফিজুর রহমান, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন রেলের মহাপরিচালক মো. আবু তাহের উপস্থিত থাকবেন।