হরিণাকুণ্ডু প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মনিরা খাতুন (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গত শনিবার ভোরে উপজেলার সোহাগপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মনিরা খাতুন ওই গ্রামের কৃষক মোজাম উদ্দিনের মেয়ে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত মনিরা খাতুন উপজেলার তোলা মাধ্যমিক বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলো। গত শনিবার ভোরে নিজ ঘরের আড়ায় গলায় ওড়না পেচিয়ে সে আত্মহত্যা করে। দীর্ঘদিন ধরেই সে মানসিক সমস্যায় ভূগছিলো বলে নিহতের বাবা মোজাম উদ্দিন জানান। তবে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রেম ঘটিত ব্যাপারে বাবা-মায়ের সাথে অভিমানের কারণে আত্মহত্যার মতো নির্মম ঘটনা ঘটে থাকতে পারে বলে অভিমত প্রকাশ করছে। এদিকে মনিরা খাতুনের মৃত্যুতে তার পরিবার, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এ ব্যাপারে হরিণাকুণ্ডু থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।