মেহেরপুর অফিস: চাকরির বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে মেহেরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন মেহেরপুর জেলা কমিটির সভাপতি সিহাব সৈকত। সাধারণ সম্পাদক রুবেল হোসেন সহ-সভাপতি সোহাগ মিয়া, সাজ্জাদুল ইসলামসহ জেলার ছাত্র-ছাত্রীরা মানববন্ধনে অংশ নেয়। অবিলম্বে চাকরির বয়সসীমা বাড়ানোর দাবি তাদের। তা না হলে আগামীতে কঠোর কর্মসূচি নেয়া হবে বলে জানালেন বক্তারা।