মেহেরপুর অফিস: মেহেরপুরের প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে দুপুর ১টা পর্যন্ত। মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত একজন ভোটার ৮টি করে ভোট দিতে পারবে। প্রতি শ্রেণিতে একজন করে ও যে কোনো তিনটি শ্রেণিতে সর্বোচ্চ ২টি ভোট দিতে পারবে। প্রাথমিক বিদ্যালয়ে ৩য় শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ২ জন করে ৬ জন নির্বাচিত হবে। এছাড়াও সর্বোচ্চ ভোটে একজন নির্বাচিত হবে।